প্রকাশিত: ৫:২১ পূর্বাহ্ণ, মার্চ ২৮, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
অনলাইন প্ল্যাটফর্ম ‘জয় বাংলা ব্রিগেড’-এর এক বৈঠকে গৃহযুদ্ধের পরিকল্পনা ও বর্তমান সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকার সিএমএম আদালতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলাটি দায়ের করে। মামলায় শেখ হাসিনা ছাড়াও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ড. রাব্বি আলম অন্যতম আসামি। এছাড়া অনলাইন বৈঠকে অংশ নেওয়া আরও ৫০৩ জনকে অভিযুক্ত করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৯ ডিসেম্বর ‘জয় বাংলা ব্রিগেড’ নামে একটি অনলাইন বৈঠকে গৃহযুদ্ধের মাধ্যমে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসানোর পরিকল্পনা করা হয়। বৈঠকে অংশগ্রহণকারীরা সরকারকে উৎখাতের ঘোষণা দেন এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
ড. রাব্বি আলমের হোস্টিংয়ে হওয়া বৈঠকে শেখ হাসিনাসহ অন্যরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক আলোচনায় অংশ নেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। সিআইডির দাবি, বৈঠকের ভয়েস রেকর্ড পর্যালোচনায় রাষ্ট্রদ্রোহের সুস্পষ্ট উপাদান পাওয়া গেছে।
মামলা আমলে নিয়ে আদালত সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।