প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২৫
সারাদিন ডেস্ক
আসন্ন ঈদুল ফিতরের আগে শ্রমিকদের বেতন ও ভাতা পরিশোধে সরকার তিনটি পোশাক কারখানাকে ১২ কোটি ২৩ লাখ ৩৫ হাজার ৫৩৪ টাকা দিয়েছে। পাশাপাশি টিএনজেড গ্রুপের একটি কারখানা গাড়ি বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধ করেছে।
আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) এক সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এই তথ্য জানান। তিনি বলেন, রোয়ার ফ্যাশন নামের একটি প্রতিষ্ঠানের অনুকূলে ১ কোটি ২৩ লাখ ৩৫ হাজার ৫৩৪ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে এই উদ্যোগ অন্য কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাড়ানো হবে না।
টিএনজেড গ্রুপের অ্যাপারেলস ইকো লিমিটেড কারখানার মালিক অসুস্থ থাকায় প্রতিষ্ঠানটি গাড়ি বিক্রি করে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করেছে।
শ্রম উপদেষ্টা আরও জানান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে মাহমুদ গ্রুপের দুটি কারখানার শ্রমিকদের বেতন পরিশোধের জন্য বাংলাদেশ ব্যাংক ১১ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এছাড়া, স্টাইলক্রাফট ও ইয়াংওয়ান বিডি লিমিটেড কারখানার মালিক ও শ্রমিকদের নিয়ে আজ একটি সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়টি নিষ্পত্তি হয়েছে।
পোশাক শ্রমিকদের উদ্দেশ্যে ড. সাখাওয়াত হোসেন বলেন, আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে, যার যা পাওনা, তা তিনি পাবেন। বাকিরা যদি না পান, আজ বা কাল সকালে ব্যবস্থা নেওয়া শুরু করব।
তিনি আরও জানান, এ বছর শ্রমিক অসন্তোষ অন্যান্য বছরের তুলনায় কম এবং পোশাকশিল্প ১৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে, যা খাতটির জন্য ইতিবাচক সংকেত।