প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ঈদুল ফিতরের আগে আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) সপ্তাহের শেষ কর্মদিবস। অফিস ছুটির পর থেকেই নাড়ির টানে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন নগরবাসী, যার ফলে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সচেতন মহলের মতে, ঈদের ছুটি শুরুর আগেই অধিকাংশ মানুষ রাজধানী ছাড়ার চেষ্টা করায় প্রধান সড়কগুলোতে প্রচণ্ড ভিড় দেখা যাচ্ছে।
সরেজমিনে মহাখালী, রামপুরা, হাতিরঝিল, বাড্ডা, গুলশান, বনানী, নিউমার্কেট, ধানমন্ডি, শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, বিজয় সরণি, মিরপুরসহ বিভিন্ন এলাকায় যানজট দেখা গেছে।
অনেক যাত্রী দীর্ঘক্ষণ ধরে গণপরিবহনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকলেও পর্যাপ্ত বাস পাচ্ছেন না। যানজটের কারণে অনেকে বাধ্য হয়ে হেঁটেই গন্তব্যের দিকে রওনা হয়েছেন।
রাজধানীর বাড্ডা লিংক রোডে গাড়ির জন্য অপেক্ষা করা হামিদুল ইসলাম বলেন, যানজট এত বেশি যে, অধিকাংশ গাড়িই আটকে আছে। যে গাড়িগুলো আসছে, সেগুলোতেও প্রচণ্ড ভিড়।
অন্যদিকে মিরপুরগামী যাত্রী মেহেদী হাসান বলেন, নতুন বাজার থেকে বাড্ডা আসতেই আধা ঘণ্টা লেগেছে। পুরো পথ যদি এমন হয়, তাহলে ইফতারের আগেই বাসায় পৌঁছাতে পারব কি না সন্দেহ।
ঈদের ছুটিতে কর্মঘণ্টার পরিবর্তন
রমজান মাস উপলক্ষে সরকারি অফিসের সময় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তবে ব্যাংক, হাসপাতাল, রেলওয়ে, ডাক বিভাগ, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবা প্রতিষ্ঠানগুলো নিজেদের সময়সূচি অনুযায়ী কার্যক্রম চালাবে।
বিশ্লেষকরা মনে করছেন, রাজধানী ছাড়ার প্রবণতা আরও বাড়বে, ফলে আগামীকাল শুক্রবার সকালেও যানজটের চাপ অব্যাহত থাকতে পারে। সড়কে শৃঙ্খলা ফেরাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন যাত্রীরা।