প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়ে কর্মরত আউটসোর্সিং কর্মীদের জন্য নতুন নীতিমালা প্রণয়ন করছে। নতুন এই নীতিমালা অনুযায়ী, কোনো ঠিকাদারী প্রতিষ্ঠান কর্মীকে অবজ্ঞা করে চাকরিচ্যুত করতে পারবে না।
শুক্রবার (২১ মার্চ) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে৷
এতে কর্মীদের বেতন ভাতা সঠিকভাবে এবং সুষ্ঠু নিয়মে পরিশোধের ব্যবস্থা করা হবে। কর্মীদের ডিজিটাল পেমেন্ট সিস্টেমে অন্তর্ভুক্ত করা হবে যাতে বেতনের ক্ষেত্রে সচ্ছতা আসতে পারে।
নতুন নীতিমালায়, আউটসোর্সিং কর্মীদের জন্য নিরাপত্তা বেষ্টনির ব্যবস্থা করা হবে, যাতে ঠিকাদারের অবিবেচক সিদ্ধান্তে তাদের চাকরি হারাতে না হয়।