প্রকাশিত: ১০:৩৯ পূর্বাহ্ণ, মার্চ ২০, ২০২৫
সারাদিন ডেস্ক
গাজায় ইসরাইলি বাহিনীর ভয়াবহ হামলায় গত ৪৮ ঘণ্টায় অন্তত ৯৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক শতাধিক মানুষ। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমজান মাসে এই নৃশংস হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে।
বুধবার (১৯ মার্চ) হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
গাজায় ইসরাইলের সাম্প্রতিক হামলায় প্রাণহানির সংখ্যা সোমবার দুপুর পর্যন্ত ৪৮ হাজার ৫৭৭ জন ছিল। দুই দিন পর এই সংখ্যা বেড়ে ৪৯ হাজার ৫৪৭ জনে পৌঁছেছে। যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করে সোমবার রাত থেকে গাজা উপত্যকায় নির্বিচার হামলা চালায় ইসরাইলি বাহিনী। হামাসের নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি চুক্তির পর এটি সবচেয়ে প্রাণঘাতী হামলা।
বুধবার গাজায় জাতিসংঘের একটি ভবনে ইসরাইলি সামরিক বাহিনীর হামলায় সংস্থাটির অন্তত একজন বিদেশি কর্মী নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, এই হামলায় জাতিসংঘ প্রতিষ্ঠানে কর্মরত একজন বিদেশি নাগরিক নিহত হন এবং পাঁচজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।
যুদ্ধবিরতির ভবিষ্যৎ অনিশ্চিত
এর আগে, মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি চুক্তি হয়। এর আওতায় হামাস ৩৮ জন জিম্মিকে মুক্তি দিলে ইসরায়েল প্রায় ২ হাজার বন্দীকে ছেড়ে দেয়। প্রথম ধাপের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর স্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে কাতারের দোহায় আলোচনা চলছিল। কিন্তু ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহারে রাজি না হওয়ায় এই আলোচনা বন্ধ হয়ে গেছে বলে সূত্র জানিয়েছে।
হামাসের মুখপাত্র আবদেল লতিফ জানান, তাঁদের পক্ষ থেকে এখনো যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার আগ্রহ রয়েছে এবং তাঁরা মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন। তবে ইসরায়েলের চলমান হামলা চুক্তির ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলছে।