প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্ণ, মার্চ ৮, ২০২৫
সারাদিন ডেস্ক
আজ শনিবার (৮ মার্চ) ‘আন্তর্জাতিক নারী দিবস’। নারীর কাজের স্বীকৃতি, সমঅধিকার প্রতিষ্ঠা, সহিংসতা রোধ এবং সাফল্য উদযাপনের লক্ষ্যে বিশ্বজুড়ে দিনটি পালিত হচ্ছে। এ বছরের প্রতিপাদ্য— ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন: নারী ও কন্যার উন্নয়ন’। বাংলাদেশেও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠন দিবসটি উপলক্ষে নানান কর্মসূচি পালন করছে।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এক বাণীতে বলেন, দেশের গণতান্ত্রিক রূপান্তরে নারীদের ভূমিকা অনস্বীকার্য। তিনি গত জুলাই-আগস্টে অনুষ্ঠিত গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী নারীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি নারীর অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বহুমুখী কার্যক্রমের প্রশংসা করেন।
নারী দিবসকে ঘিরে রাজধানীতে বিভিন্ন আয়োজন:
জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা: আজ সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ।
রিকশা র্যালি: বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)-এর উদ্যোগে বনানীর বেলতলা থেকে কড়াইল মাঠ পর্যন্ত রিকশা র্যালি অনুষ্ঠিত হবে। এতে ব্লাস্ট কিশোর কিশোরী ও ব্লাস্ট নারী ফুটবল দল অংশ নেবে।
বিএনপি মহিলা দলের র্যালি: সকাল ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।
প্রসঙ্গত, ১৯৭৫ সালে জাতিসংঘ ৮ মার্চকে ‘আন্তর্জাতিক নারী দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকে দিনটি বিশ্বব্যাপী উদযাপিত হয়ে আসছে। ১৮৫৭ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নারী শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের মাধ্যমে এর সূচনা হয়েছিল। নারীর ক্ষমতায়ন ও সমঅধিকারের পথে এ দিবসটি এক অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করে যাচ্ছে।