প্রকাশিত: ১০:৫৮ পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০২৫
সারাদিন ডেস্ক
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জালিয়াতি এবং দুর্নীতির মাধ্যমে ৪২ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে তদন্ত শুরু হয়েছে। জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে শ্রমজীবী ও হতদরিদ্রদের জন্য ইস্যু করা ৪৮৭টি চেকের মাধ্যমে এই অর্থ আত্মসাৎ করা হয়।
গোটা ঘটনা অনুসন্ধান করে বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) নিশ্চিত করেছে, চেকগুলোর উল্টো পৃষ্ঠায় ভুয়া স্বাক্ষর দিয়ে তৃতীয় পক্ষ অর্থ উত্তোলন করেছে। সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলীর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) ইদ্রিস আলী এই টাকা উত্তোলন করে গরিবদের কাছ থেকে সরিয়ে নিয়েছেন।
দুদক জানায়, চেকগুলোর নাম প্রকৃত সুবিধাভোগীদের পরিবর্তে ভুয়া ব্যক্তির নামে ছিল এবং তাদের মোবাইল ফোন নম্বরে কল করে তারা টাকা পাওয়ার কথা অস্বীকার করেছেন।
তদন্তে আরও জানা যায়, জাতীয় সমাজকল্যাণ পরিষদের কর্মকর্তাদের একটি চক্রই এই দুর্নীতিতে জড়িত। চেকগুলোর বিষয়ে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পাওয়ার পর দুদক এখন অভিযোগ তদন্ত করছে।
যাদের বিরুদ্ধে অভিযোগ
যাদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে তারা হলেন– সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, সাবেক পিও ইদ্রিস আলী, সাবেক এপিএস জন সাহা, পূবালী ব্যাংকের শান্তিনগর শাখার সাবেক ব্যবস্থাপক মো. ছালামুজ্জামান, সাবেক প্রতিমন্ত্রীর পিএস বিজয় কৃষ্ণ দেবনাথ, জাতীয় সমাজকল্যাণ পরিষদের সাবেক নির্বাহী সচিব (যুগ্ম সচিব) মোহাম্মদ জসিম উদ্দিন ও জাতীয় সমাজকল্যাণ পরিষদের সাবেক অতিরিক্ত সচিব সাঈদা নাঈম জাহান। সূত্র: সমকাল