প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সরকার জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের সন্তানদের জন্য সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ৫ শতাংশ কোটার পূর্বের আদেশ বাতিল করে নতুন নির্দেশনা জারি করেছে।
শিক্ষা মন্ত্রণালয় সোমবার (৩ মার্চ) আগের আদেশ বাতিল করে নতুন একটি আদেশ জারি করেছে। এতে বলা হয়েছে, অভ্যুত্থানে নিহত বা আহত ছাত্র-জনতার পরিবারের সদস্যদের জন্য সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কোটার পরিবর্তে নির্ধারিত আসন সংখ্যার অতিরিক্ত প্রতি শ্রেণিতে একজন করে আসন সংরক্ষিত থাকবে।
এছাড়া, ভর্তির সময় সংশ্লিষ্ট প্রমাণপত্র/গ্যাজেটের সত্যায়িত কপি জমা দিতে হবে এবং মূল কপি প্রদর্শন করতে হবে। যদি কোনো ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের পাওয়া না যায়, তবে মেধা তালিকা অনুযায়ী ওই আসনে ভর্তি সম্পন্ন করতে হবে। কোনো অবস্থাতেই আসন শূন্য রাখা যাবে না, এমন নির্দেশনাও দেওয়া হয়েছে।
এটি এমন একটি পদক্ষেপ, যা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অভ্যুত্থানে নিহত বা আহত পরিবারের সদস্যদের জন্য সুবিধা নিশ্চিত করবে।