প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৫
তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এবং বিজনেস প্রোমোশন কাউন্সিল (বিপিসি)-এর যৌথ উদ্যোগে ফ্রিল্যান্সারদের উদ্যোক্তা হবার জন্য “Freelancer to Entrepreneur: Building a Sustainable Growth” শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এই প্রশিক্ষণ কর্মশালা সম্পূর্ণ বিনামূল্যে এবং তিনটি ব্যাচে মোট ৬০ জন ফ্রিল্যান্সার অংশগ্রহণের সুযোগ পাবেন। এ উদ্যোগের মাধ্যমে ফ্রিল্যান্সারদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে, যা বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে ভূমিকা রাখবে।
বিপিও শিল্প বর্তমানে ৮৫০০০ এর অধিক কর্মী নিয়ে কাজ করছে, যার মধ্যে ৪০ শতাংশ নারী। এই খাত আন্তর্জাতিক বাজারে সেবা রপ্তানি করে বছরে ৮০০ মিলিয়ন মার্কিন ডলার রাজস্ব অর্জন করছে। বাক্কো ২০২৫ সালের মধ্যে বিপিও খাতে ১ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব এবং ১ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।