প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
সঠিক নীতির চর্চা শুরু হলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের কোনো প্রয়োজন হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
মঙ্গলবার (৪ মার্চ) সকালে ব্যাংকিং খাত পুনরুদ্ধার বিষয়ক সেমিনারে তিনি এ কথা বলেন।
গভর্নর আরও জানান, ব্যাংকের পরিচালনা পর্ষদে চাইলেই যে কেউ বসতে পারবেন না। এ বিষয়ে নীতিমালা তৈরি করা হচ্ছে। এছাড়া ব্যাংকগুলোর সঠিক তথ্য প্রকাশ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো অবস্থাতেই নিরীক্ষা প্রতিবেদনে কারসাজি করা যাবে না।
এজেন্ট ব্যাংকিংয়ে নারীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর জোর দিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, এজেন্ট ব্যাংকিংয়ে ৫০ শতাংশ এজেন্টকে অবশ্যই নারী হতে হবে। শিগগিরই এমন আদেশ জারি করবে বাংলাদেশ ব্যাংক।
এছাড়া এনআইডিকে জাতীয় সম্পদ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এটি নির্বাচন কমিশনের একক নিয়ন্ত্রণে থাকতে পারে না। ডিসেম্বরের আগেই কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন ফিরিয়ে আনা হবে বলেও জানান তিনি।