প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৫
সারাদিন ডেস্ক
পরিচালক রায়হান রাফীর সঙ্গে অভিনেত্রী তমা মির্জার প্রেমের গুঞ্জন নিয়ে বেশ কিছুদিন ধরেই সরগরম শোবিজপাড়া। এর মধ্যেই চাউর হয়েছে, তারা নাকি চুপিসারে বিয়ে করে সংসার পেতেছেন।
গতকাল ৩ মার্চ রাফীর জন্মদিনে তার মা ও তমার উপস্থিতিতে পারিবারিক আবহে উদযাপনের কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে গুঞ্জন আরও জোরালো হয়। তবে বিয়ের প্রসঙ্গে সরাসরি কিছু না বলে তমা মির্জা নিজের ফেসবুকে শেয়ার করেছেন গৌরিপ্রসন্ন মজুমদারের লেখা, কিশোরকুমারের গাওয়া জনপ্রিয় গান ‘শিং নেই তবু নাম তার সিংহ’-এর কয়েকটি লাইন।
এতে বিয়ের বিষয়ে কিছু না বললেও তমা চালিয়ে গেছেন নিজের অভিনীত ওয়েব কনটেন্ট ও সিনেমার প্রচারণা। লিখেছেন, ‘‘ও বলতে ভুলে গেছি চরকিতে দেখুন ‘আমলনামা’। সিনেমাহলে দেখুন ‘দাগী’।’’
উল্লেখ্য, রায়হান রাফী পরিচালিত ‘আমলনামা’তে তমা ছাড়াও অভিনয় করেছেন জাহিদ হাসান, গাজী রাকায়েত, সারিকা সাবরিনসহ আরও অনেকে। অন্যদিকে, শিহাব শাহীন পরিচালিত ‘দাগী’ সিনেমাটি মুক্তি পাচ্ছে আসন্ন রোজার ঈদে, যেখানে তমার পাশাপাশি অভিনয় করেছেন আফরান নিশো ও সুনেরাহ বিনতে কামাল