প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৫
সারাদিন ডেস্ক
বর্তমান সরকার নির্বাচন কমিশনের (ইসি) অধীনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ (এনআইডি) রাখতে চাচ্ছে না। এনআইডি সরিয়ে সিভিল রেজিস্ট্রেশন নামে আলাদা কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন আইন (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
উপদেষ্টা পরিষদের নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় পরিচয় নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কার্যক্রম ইসির আওতাধীন না রেখে স্বাধীন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনা করা হবে। সেই সঙ্গে জন্মনিবন্ধন সনদ, এনআইডি ও পাসপোর্ট প্রাপ্তির প্রক্রিয়া সহজ করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
সোমবার (৩ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ সিভিল রেজিস্ট্রেশন (কমিশন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া পর্যালোচনায় আন্তঃমন্ত্রণালয় কমিটির সভা করে। মন্ত্রিপরিষদ বিভাগকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।