প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করার মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীর আগাম জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।
এর আগে, গত ৯ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে আগাম জামিন পান সুপর্ণা ও নন্দিতা সুর চৌধুরী। বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলাম ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
সোমবার আপিল বিভাগ জামিন স্থগিত করলে তাদের আইনজীবী আপিলের সিদ্ধান্ত জানান।
২০২৪ সালের ২২ ডিসেম্বর নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় এস কে সুর চৌধুরী, তার স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক আইন ২০০৪-এর ২৬ (২) ধারায় দায়ের করা এই মামলার আগে, ২০২২ সালের আগস্টে এই পরিবারের সব ধরনের লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে চিঠি পাঠায় দুদক।