প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৫
সারাদিন ডেস্ক
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা বিশ্বাস করি, ১৯৪৭ থেকে ১৯৫২ এবং ১৯৭১ থেকে ২০২৪— সবই একই সংগ্রামের ধারাবাহিকতা। ২০২৪ সালের চেতনায় উজ্জীবিত হয়ে ৫২ ও ৭১-এর শিক্ষা ধারণ করে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গড়বে। এটাই আমাদের আজকের শপথ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, ৯৫২ সালে আমাদের পূর্বসূরীরা ভাষার দাবিতে রাজপথে নেমেছিলেন। তখন তাদের বাধা দেওয়া হয়েছিল, প্রতিরোধ করা হয়েছিল। কিন্তু তারা রক্ত দিয়ে ভাষার অধিকার আদায় করেছেন।
তিনি আরও বলেন, একইভাবে ২০২৪ সালে বাংলাদেশের ছাত্র-জনতা রাজপথে নেমেছে। তাদেরও বাধা দেওয়া হয়েছে, প্রতিরোধের চেষ্টা করা হয়েছে। কিন্তু যৌক্তিক দাবির পক্ষে আন্দোলনরত জনগণ স্বৈরাচারকে পরাজিত করেছে এবং ন্যায়সঙ্গত অধিকার আদায় করেছে।