প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
চুয়াডাঙ্গা সংবাদদাতা:
চুয়াডাঙ্গার দামুড়হুদা বদনপুর গ্রামে কলেজছাত্র হাসান রঞ্জু (২৩) হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, পরকীয়া সম্পর্ক জানিয়ে দেওয়ায় এবং বাধা দেওয়ায় রঞ্জুকে কুপিয়ে হত্যা করা হয়।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা এই তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলেন, হাসান রঞ্জুর হত্যাকারী হুমায়ূন কবির (৪০) এবং মিজানুর রহমানের স্ত্রী শাহানাজ সুলতানা (২৭)।
পুলিশ জানায়, ১৬ ফেব্রুয়ারি সকালে সেচ দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন রঞ্জু, কিন্তু দীর্ঘ সময়েও ফিরে না আসায় তার পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। সন্ধ্যায় রঞ্জুর রক্তাক্ত মরদেহ ভুট্টা ক্ষেতে পাওয়া যায়। পরে হত্যার তদন্তে সন্দেহভাজন হুমায়ূন কবিরকে আটক করা হয়, যিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন।
হুমায়ূন জানান, তার পরকীয়া সম্পর্ক ছিল শাহানাজ সুলতানার সঙ্গে। রঞ্জু তাদের সম্পর্ক জানিয়ে স্থানীয়দের জানান। এতে ক্ষুব্ধ হয়ে শাহানাজ রঞ্জুকে হত্যার প্রস্তাব দেন এবং সে প্রস্তাব গ্রহণ করে হুমায়ূন। ১৬ ফেব্রুয়ারি সকালে রঞ্জুর মাথায় কোদাল দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়।