প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
সারাদিন ডেস্ক
জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন নিয়ে খুব শিগগিরই প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে পৃথক বৈঠক করা হবে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
সংলাপ নয়, আজকের লক্ষ্য ছিল জাতীয় ঐকমত্য কমিশনের প্রক্রিয়া কীভাবে এগিয়ে যাবে, তা নিয়ে আলোচনা। মূলত এটাকে আমরা আনুষ্ঠানিক উদ্বোধন হিসেবে বিবেচনায় নিয়েছি-বলেও জানান তিনি।
আলী রীয়াজ বলেন, বৈঠকে ২৭টির বেশি দল ও জোটের ১০০ জনের বেশি নেতা উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ৩২ জন বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, সব রাজনৈতিক দল জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা অনুভব করছে।
“তারা বলেছে, সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে জাতীয় ঐকমত্য কমিশন এবং অন্তর্বর্তী সরকারকে সাহায্য করবে ও অংশ নেবে। প্রধান উপদেষ্টাও বলেছেন, ঐক্যের কোনো বিকল্প নেই। রাজনৈতিক দল, সমাজের নাগরিক ও জনগণ হিসেবে আমাদের সুষ্ঠুভাবে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার দায়িত্ব নিতে হবে।”
তিনি জানান, জাতীয় ঐকমত্য কমিশনের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং “আমরা আলাদা করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলব। জোটগতভাবেও বৈঠক হবে। একপর্যায়ে সবাই একসঙ্গে বসার পরিকল্পনা রয়েছে।”
তিনি আরও বলেন, দীর্ঘসূত্রতা এড়াতে দ্রুততার সঙ্গে প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। রাজনৈতিক দলগুলোর অনুরোধে সংস্কার কমিশনের প্রতিবেদনগুলোর হার্ড কপি দ্রুত সরবরাহের ব্যবস্থা নেওয়া হবে।
কমিশনের মেয়াদ ৬ মাস, তবে এর আগেই কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।
“রাজনৈতিক দলগুলোকে সংস্কার কমিশনের প্রতিবেদন পর্যালোচনার জন্য কিছুটা সময় দিতে হবে। তবে যত দ্রুত সম্ভব ঐকমত্যে পৌঁছাতে চাই, যাতে নির্বাচনের পথে এগোনো যায়।”
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ছয় মাসেরও কম সময়ে প্রক্রিয়া শেষ করা সম্ভব হবে। রাজনৈতিক দলগুলোর আগ্রহ থাকায় দ্রুত কাজ এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।