প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৫
সারাদিন ডেস্ক
অন্তর্বর্তী সরকারের প্রথম ইনিংস শেষ হয়ে দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম সভা ছিল মূলত প্রস্তুতি সভা। এতে ২৬টি দল ও জোটের প্রায় ১০০ জন রাজনীতিবিদ উপস্থিত ছিলেন। এর মধ্যে ১০ জন নেতা তাদের বক্তব্য রেখেছেন।
বিএনপির পক্ষে নেতৃত্ব দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর পক্ষে নেতৃত্ব দেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
প্রেস সচিব আরও জানান, প্রধান উপদেষ্টা তার ২৪ মিনিটের বক্তব্যে বলেন, অন্তর্বর্তী সরকারের প্রথম ইনিংস শেষ হয়েছে এবং আজকের সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হলো। তিনি এটিকে একটি ঐতিহাসিক বক্তব্য বলে উল্লেখ করেন।
প্রেস সচিব দাবি করেন, দেশের পাশাপাশি আন্তর্জাতিক মহলও অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়েছে। তিনি বলেন—জাতিসংঘের প্রতিবেদনের মাধ্যমে বিশ্ব জানতে পেরেছে কত ভয়াবহ হত্যাযজ্ঞ হয়েছে, কে এসবের নির্দেশ দিয়েছে এবং কীভাবে দেশের মানুষের অধিকার হরণ করা হয়েছিল।
তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের পর আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চাই, তাতে দেশ ও বিশ্বের সমর্থন রয়েছে।