প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৫
সারাদিন ডেস্ক
রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ হওয়া কিশোরী আরাবি ইসলাম সুবাকে (১১) নওগাঁ থেকে উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও ডিবি পুলিশ। এসময় সুবার সঙ্গে পালিয়ে যাওয়া সেই তরুণকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে পুলিশ টিম নওগাঁ গিয়ে স্থানীয় পুলিশ সহায়তায় সুবাকে উদ্ধার করে এবং পালিয়ে যাওয়া তরুণকে আটক করে।
ওসি জাকারিয়া আরও বলেন, ‘যদি সুবার পরিবার মামলা করে, তবে আটক তরুণকে গ্রেপ্তার করা হবে।’ তিনি জানান, সুবাকে তার পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে এবং সুবার পরিবার বর্তমানে রওনা হয়েছেন।
এর আগে, ফুসফুসের ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য দুই মাস আগে সুবা বরিশাল থেকে ঢাকা এসেছিল। ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় সুবা তার ছোট ফুফাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয়ে রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ হয়। সিসি ক্যামেরার ফুটেজে তাকে মোহাম্মদপুরের টোকিও স্কয়ারের সামনে হাঁটতে দেখা যায়।
সুবার বাবা ইমরান রাজিব বলেন, “দুই মাস ধরে স্ত্রীর চিকিৎসার জন্য ঢাকায় আছি এবং রোববার সন্ধ্যায় সুবা ফুফাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয়েছিল। কিছুক্ষণ পরে ফুফাতো ভাই ফিরে এসে দেখে সুবা নেই। আমরা আদাবর থানায় জিডি করেছি।”
উদ্ধারের পর সুবা একটি ভিডিও বার্তায় জানায়, ‘আমি ভালো আছি। আমি বাবার কাছে ফিরে যাবো।’