প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
দেশে প্রথমবারের মতো তিন দিনব্যাপী ইন্টেরিয়র ও ফার্নিচার তৈরির প্রযুক্তি নিয়ে ইনটেক এক্সপো আয়োজন করতে যাচ্ছে এফ টাচ ইভেন্টস লিমিটেড। আগামী বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) থেকে বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হতে যাচ্ছে এই মেলা, যা চলবে শনিবার পর্যন্ত।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠান এসব তথ্য জানায়। মেলায় অংশগ্রহণ করবে বিশ্বের নয়টি দেশের ৩০টি প্রতিষ্ঠান, যেখানে ৮০টি স্টল থাকবে। প্রদর্শনীতে ইন্টেরিয়র উপকরণ, সিরামিক, লাইটিং, ফার্নিচার, হোম অটোমেশন এবং অন্যান্য লাইফস্টাইল পণ্য প্রদর্শিত হবে। মেলার পৃষ্ঠপোষকতা করছে উড টেক সলিউশন এবং মেটাল টেক সলিউশন।
এফ টাচ ইভেন্টসের পরিচালক সোহেল রানা বলেন, এই মেলা ইন্টেরিয়র ডিজাইনার, আর্কিটেক্ট, সৌখিন গৃহসজ্জাকারী এবং সাধারণ ব্যবহারকারীদের জন্য একটি বিশেষ সুযোগ তৈরি করবে। এছাড়া প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলি আকর্ষণীয় ছাড় এবং অফারের মাধ্যমে গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা প্রদান করবে।
এফ টাচ ইভেন্টসের কর্মকর্তা ও বিশেষজ্ঞরা জানান, এই মেলা ইন্টেরিয়র খাতের সম্ভাবনাকে আরও এগিয়ে নেবে এবং দেশে এ খাতে নতুন ধারণা ও প্রযুক্তি ছড়িয়ে দেবে। মেলায় দর্শনার্থীদের জন্য প্রবেশমূল্য ফ্রি থাকবে এবং এটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।