প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ধৈর্য ধরতে বলেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি শিক্ষার্থীদের আন্দোলনে যেন জনভোগান্তি না হয়, সেদিকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ধৈর্য ধরতে হবে। তাদের শিক্ষাজীবন ও শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে সরকার দায়িত্বশীল। তবে এই মুহূর্তে সবকিছু বাস্তবায়ন করা সম্ভব নাও হতে পারে। তাই আন্দোলনে যেন জনদুর্ভোগ সৃষ্টি না হয়, সেটি মাথায় রাখতে হবে।”
তিনি আরও বলেন, “সাত কলেজের সমস্যা দীর্ঘদিনের জটিল বিষয়ে পরিণত হয়েছিল। আগের আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া একটি ভুল সিদ্ধান্তের ফলে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব পড়েছে। তবে অন্তর্বর্তী সরকার শুরু থেকেই সমস্যাটি সমাধানে সচেষ্ট। প্রতিটি কলেজের বিষয়ে গুরুত্বসহকারে আলোচনা চলছে এবং আশা করি দ্রুতই ইতিবাচক সমাধান আসবে।”
শিক্ষার্থীদের প্রতি সংবেদনশীল আচরণের আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, “শিক্ষার্থীদের আহ্বানে মানুষ আন্দোলনে রাজপথে নেমেছিল। তাই আন্দোলনে জনসমর্থন থাকাটা গুরুত্বপূর্ণ। সরকার যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের চেষ্টা করবে, তবে কর্মসূচি দেওয়ার সময় জনভোগান্তির বিষয়টি অবশ্যই বিবেচনায় নিতে হবে।”