প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৫
সারাদিন ডেস্ক
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১২ হাজার ৫৩২ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়ন হবে ৪ হাজার ৯৭ কোটি ২৩ লাখ টাকা, প্রকল্প ঋণ থেকে পাওয়া যাবে ৭ হাজার ৩২৮ কোটি ৯৫ লাখ টাকা, এবং সংস্থার নিজস্ব অর্থায়ন হবে ১ হাজার ১০৬ কোটি ১০ লাখ টাকা।
রোববার (২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশন চত্বরে অনুষ্ঠিত একনেকের ৭ম সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সভায় অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘চট্টগ্রাম মহানগরীর উত্তর কাট্টলী ক্যাচমেন্ট স্যানিটেশন’ প্রকল্প।
নৌপরিবহন মন্ত্রণালয়ের ‘মোংলা বন্দরের সুবিধাদির সম্প্রসারণ ও উন্নয়ন’ প্রকল্প।
কৃষি মন্ত্রণালয়ের ‘ধান, গম ও ভুট্টার উন্নততর বীজ উৎপাদন’ প্রকল্প।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের ৫টি প্রকল্প, এর মধ্যে ‘তিতাস ও কামতা ফিল্ডে মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ খনন’ অন্যতম।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ‘ঢাকা মহানগরী ও পূর্বাচলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন’ প্রকল্প।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ‘শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন’ প্রকল্প।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ‘কঠিন বর্জ্য সংগ্রহ এবং অপসারণ ব্যবস্থাপনা’ প্রকল্পের মেয়াদ বৃদ্ধি।
এছাড়া, পরিকল্পনা উপদেষ্টা আরও ৪টি প্রকল্প অনুমোদন সম্পর্কে অবহিত করেন, যেগুলোর মধ্যে রয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তরের ‘কর্মক্ষমতা বৃদ্ধি’ প্রকল্প এবং পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ঐতিহাসিক ভবন সংরক্ষণ প্রকল্প।