প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মহানগরীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে আংশিক ট্রাফিক সেবা চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই সেবার মাধ্যমে ঢাকাবাসী বিভিন্ন রাস্তা অবরোধ, সড়ক দুর্ঘটনা, ধর্মঘট, রাস্তা খননসহ যেকোনো ধরনের যান চলাচল বন্ধ বা সীমিত হওয়ার কারণে বিকল্প রুট সম্পর্কে তথ্য পাবেন।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয় যে, ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচলে সমস্যা সৃষ্টি হলে ৯৯৯ এর মাধ্যমে নাগরিকরা সঠিক তথ্য জানতে পারবেন এবং সড়কগুলোতে দ্রুত পৌঁছানোর জন্য বিকল্প গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা গ্রহণ করা হবে।