প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৫
সারাদিন ডেস্ক
দ্বিতীয়বারের মতো মা হলেন জনপ্রিয় অভিনেত্রী প্রসূন আজাদ। ২৭ জানুয়ারি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রসূন নিজেই মা হওয়ার এই আনন্দের খবর জানিয়েছেন। মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন এবং ২৯ জানুয়ারি বুধবার তারা হাসপাতাল থেকে বাসায় ফিরবেন।
প্রসূন গণমাধ্যমে জানান, “এবার সেলফ রেসপেক্টটা অনেক বেড়েছে। সন্তানের পাশাপাশি নিজের সুস্থতার জন্য যত্ন নিচ্ছি এখন।”
তিনি আরও বলেন, “প্রথমবার মা হওয়ার সময় অনেক এক্সাইটমেন্ট ছিল, কিন্তু এখন অনেক কিছু বুঝতে পারছি। তখন সন্তানের মুখ দেখে কান্না করেছিলাম।”
প্রসঙ্গত, ২০২২ সালে প্রথমবার ছেলে সন্তানের মা হন প্রসূন। ২০২১ সালের ৩০ জুলাই ফারহান গাফফারকে বিয়ে করার পর শোবিজকে বিদায় জানান এবং বর্তমানে সংসারী জীবন কাটাচ্ছেন তিনি।