প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের আসন্ন সীমান্ত সম্মেলনে ভারতের সঙ্গে বাংলাদেশের আলোচনার ভাষা বা ‘টোন’ আগের চেয়ে ভিন্ন হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (২৯ জানুয়ারি) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এর আগে, ভারতের নয়াদিল্লিতে আগামী ১৭-২০ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ৫৫তম বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলনে বাংলাদেশ-ভারত সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুতিমূলক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
সীমান্ত সম্মেলনের আলোচ্যসূচি তুলে ধরার সময় এক সাংবাদিক জানতে চান, এবারের আলোচনায় নতুনত্ব কী থাকছে? জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আপনি নতুনত্ব কোনটা চাচ্ছেন? নতুনত্ব হলো ওটা, আগে যেভাবে কথাটা বলতো, এবার কথার টোনটা আলাদা হবে।’
উল্লেখ্য, সীমান্ত হত্যা, চোরাচালানসহ বিভিন্ন দ্বি-পাক্ষিক ইস্যু নিয়ে এ সম্মেলনে আলোচনা হবে। সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবার বাংলাদেশ আরও দৃঢ় অবস্থান নেবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।