Print

সারাদিন

নালায় মাছ ধরতে গিয়ে মিলল পুলিশের লুট হওয়া শটগান

প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৫

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ীতে থানা থেকে লুট হওয়া একটি শটগান ও এক রাউন্ড রাবার কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম। এর আগে, সোমবার দুপুর সোয়া ১টার দিকে থানার সামনে শ্মশানঘাট সংলগ্ন একটি নালা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক ব্যক্তি নালায় মাছ ধরতে গিয়ে শটগানটি পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি থানায় জানালে পুলিশ অস্ত্রটি উদ্ধার করে। দীর্ঘদিন পানির নিচে থাকায় বন্দুকটির ব্যারেলসহ লোহার অংশে জং ধরে গেছে, আর রাবার কার্তুজটিও অকেজো হয়ে পড়েছে।

সোনাইমুড়ী থানার ওসি মোরশেদ আলম বলেন, গত ৫ আগস্ট দুর্বৃত্তরা থানা থেকে হামলা চালিয়ে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র লুট করে নিয়ে যায়। তার মধ্যে একটি ১২ বোর শটগান (যার বাট নম্বর অস্পষ্ট) ও এক রাউন্ড রাবার কার্তুজ উদ্ধার হয়েছে। তবে এখনো আনুমানিক ১৪টি লুট হওয়া আগ্নেয়াস্ত্র খোঁজে পাওয়া যায়নি।

পুলিশ এ ঘটনায় তদন্ত চালিয়ে যাচ্ছে এবং বাকি অস্ত্র উদ্ধারে তৎপর রয়েছে বলে জানিয়েছে।

Nagad
Nagad