প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামসহ ৯ জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার। একই সঙ্গে তাদের দেশত্যাগেও নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সরকারি সূত্র জানিয়েছে, বিএসইসির দায়িত্বে থাকার সময় শেয়ারবাজারে অনিয়ম ও লুটপাটে সহায়তার মাধ্যমে এই ৯ কর্মকর্তা বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন। দুদকের আবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
বিএসইসির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেরার কথা থাকলেও শিবলী রুবাইয়াত এখন দেশে আছেন কি না, তা নিশ্চিত করে বলতে পারেননি তার বিভাগের কোনো শিক্ষক। এর আগে আদালতের নিষেধাজ্ঞার ফলে তার বিদেশযাত্রা বন্ধ করা হয়েছিল।
বাকি যে ৮ জনের পাসপোর্ট বাতিল হয়েছে, তারা হলেন বিএসইসির সাবেক কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ, নির্বাহী পরিচালক মাহবুবুল আলম, সাইফুর রহমান, রেজাউল করিম, পরিচালক শেখ মাহবুব-উর-রহমান, মোহাম্মদ মাহমুদুল হক, অতিরিক্ত পরিচালক এস কে মো. লুৎফুল কবির ও যুগ্ম পরিচালক মো. রশীদুল আলম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএসইসির দায়িত্বে থাকার সময় শেয়ারবাজারে লুটপাটে সহায়তা করে অবৈধ সম্পদের পাহাড় গড়ার অভিযোগে এ ৯ জনের বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে সরকার।
২০২০ সালের ১৭ মে প্রথম দফায় বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত। পুনর্নিয়োগ পেয়ে গত বছরের ১৬ মে আবারও তিনি বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে ১০ আগস্ট বিএসইসির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন শিবলী রুবাইয়াত। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজ বিভাগে ফিরে যান।