প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৫
জ্যেষ্ঠ প্রতিবেদক:
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) এবং বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন (বিবিএফ)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) এআইইউবি ক্যাম্পাসে অনুষ্ঠিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার বিষয়ে চুক্তি হয়। এই চুক্তির আওতায়, বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের অধীনে চুক্তিবদ্ধ তরুণ খেলোয়াড়দের একাডেমিক শিক্ষা এবং বাস্কেটবল খেলার দক্ষতা উন্নয়নে একত্রে কাজ করবে এআইইউবি।
অনুষ্ঠানে এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য মিসেস নাদিয়া আনোয়ার এবং বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সভাপতি ড. শামীম আকা নওয়াজ স্বাক্ষর করেন। এছাড়াও, এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মেজর মোহাম্মদ আতিকুল হাফিজ (অব.), এআইইউবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সাইফুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর ড. মো. আব্দুর রহমান, প্রক্টর ড. মনজুর এইচ খান, এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এআইইউবি এডুকেশন পার্টনার হিসেবে ইতিপূর্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনকেও শিক্ষা সহায়তা প্রদান করেছে।