প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৫
জ্যেষ্ঠ প্রতিবেদক:
সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক সফর উপহার দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা তার সফরের মাধ্যমে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অর্জন নিয়ে ফিরেছেন, যা সরকারপ্রধানের প্রেস সচিব শফিকুল আলম এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন।
শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা দাভোসে ৪৭টি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, যেখানে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তিনি বাংলাদেশের প্রতি জার্মানির সমর্থন প্রকাশ করেন এবং বিজনেস ডেলিগেশন পাঠানোর ঘোষণা দেন। এটি বাংলাদেশের সঙ্গে জার্মানির বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের নতুন দুয়ার উন্মোচিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিশেষ করে প্রধান উপদেষ্টার সফরের এক বড় লক্ষ্য ছিল শেখ হাসিনার শাসনামলে পাচার হওয়া অর্থ দেশের অভ্যন্তরে ফিরিয়ে আনা। এছাড়া, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রোহিঙ্গা সংকটের সহায়তা অব্যাহত রাখার বিষয়টি স্বীকৃত হওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি।
প্রেস সচিব বলেন, অন্য সাহায্য বন্ধ হলেও রোহিঙ্গাদের জন্য সাহায্য বন্ধ করছে না মার্কিন যুক্তরাষ্ট্র। এজন্য প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন।
রোহিঙ্গা সংকট নিয়ে এ বছর বড় আকারে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হবে জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে সরকার এ বছরই বড় আকারে আন্তর্জাতিক সম্মেলন করবে। এতে ১৭০টি দেশ অংশ নেবে। রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত সম্মেলনের সহ-আয়োজক জাতিসংঘ।