প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৫
তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
চীনের জনপ্রিয় ব্র্যান্ড অপো বাংলাদেশ এবং স্টার টেক লিমিটেডের মধ্যে একটি এমওইউ (MOU) (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) সাইনিং সিরেমনি অনুষ্ঠিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠান একসাথে নতুন ও উদ্ভাবনী উদ্যোগগুলো নিয়ে কাজ করবে এবং উজ্জ্বল সুযোগ তৈরি করবে।
সম্প্রতি অনুষ্ঠিত হওয়া এই এমওইউতে স্টারটেকের উর্ধ্বতন কর্মকর্তা মো. সাজিদুর রহমানসহ উভয় পক্ষের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
স্টার টেক লিমিটেড অপোর সঙ্গে ভবিষ্যতে আরও সফলতা অর্জন করতে দৃঢ় প্রতিজ্ঞ বলে জানা গেছে।
প্রসঙ্গত, স্টার টেক লিমিটেড বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানি। ২০০৭ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি বর্তমানে ঢাকার পাশাপাশি দেশব্যাপী ১৯টি আউটলেট এবং একটি শক্তিশালী অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করে গ্রাহক ও কর্পোরেট মার্কেট উভয়েই সেবা প্রদান করে।