প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ-ভারত সীমান্তে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে দুই দেশের মধ্যে বিরাজমান টানাপোড়েন আরও তীব্র হয়েছে। বিশেষত চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এবং লালমনিরহাট সীমান্তে বিএসএফের কার্যক্রম ও বাংলাদেশের বাধার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে।
সম্প্রতি বিজিবি জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে স্থাপনা নির্মাণের জন্য অনুমতি নিতে হয়। কিন্তু বিএসএফ সেই নিয়ম উপেক্ষা করে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা চালায়। স্থানীয় জনগণ বিজিবির সঙ্গে এ বাধায় অংশ নেয়, যা অতীতে কম দেখা গেছে।
এদিকে, ঢাকা ও দিল্লির কূটনৈতিক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও বাংলাদেশি উপ-হাইকমিশনার নূরুল ইসলামকে তলব করে দুই পক্ষ নিজেদের উদ্বেগ প্রকাশ করেছে।
বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠক আগামী ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বৈঠকে সীমান্ত হত্যা, কাঁটাতারের বেড়া ও অন্যান্য ইস্যু নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন বিজিবির উপ-মহাপরিচালক।
বিশ্লেষকরা বলছেন, আলোচনার মাধ্যমেই উত্তেজনার এই সুরাহা সম্ভব। দুই দেশের সম্পর্কের ওপর এর দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে। ভারত ও বাংলাদেশকে একে অপরের প্রয়োজনীয়তা বোঝাতে হবে এবং রাজনৈতিক দলগুলোকেও এই ইস্যুতে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।