প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৫
বিনোদন প্রতিবেদক:
সুন্দর ব্যবহার মানুষের ব্যক্তিত্বকে সমৃদ্ধ করে এবং মুগ্ধ করে সবাইকে। এমনই এক নতুন মুখ মডেল সামিরা ইসলাম রুনা, যিনি ইতিমধ্যেই মিডিয়ায় নিজের জায়গা তৈরি করছেন।
ছোটবেলা থেকেই মিডিয়াতে কাজ করার ইচ্ছে ছিল সামিরার। তবে তিনি কখনো ভাবেননি যে একদিন তার সেই ইচ্ছে পূর্ণ হবে। বর্তমানে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী সামিরা ২০২৪ সালের জানুয়ারি মাসে মিডিয়ায় যাত্রা শুরু করেন। শট ফিল্ম দিয়ে শুরু করে তিনি নাটক, ফ্যাশন হাউজের কাজ, ব্র্যান্ড শুট, ব্রাইডাল শুট, টিভিসি, ওভিসি এবং টিভি প্রোগ্রামে নিয়মিত কাজ করছেন।
তার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে মিউজিক ভিডিও “একটু ছোঁয়া” এবং “মন ঘুমুনা”। সামিরা জানান, তার পরিবার, বিশেষ করে তার মা, সব সময় তাকে সমর্থন দিয়ে আসছেন।
মিডিয়াতে নতুন যারা আসতে চান, তাদের উদ্দেশ্যে সামিরা বলেন, “নিজেকে আগে ভালোভাবে গ্রুমিং করতে হবে। ধৈর্য ধরে নিজের স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজ করতে হবে। কোনো কাজ করার আগে ভালোভাবে জেনে-বুঝে সিদ্ধান্ত নিতে হবে এবং নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে।”
অভিনয়ের পাশাপাশি সামিরার পছন্দের তালিকায় রয়েছে বই পড়া, কবিতা আবৃত্তি, গান শোনা এবং মুভি দেখা। তার প্রিয় রংগুলোর মধ্যে রয়েছে পিঙ্ক, নীল এবং লাল, যা তাকে সজীব অনুভূতি দেয়।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সামিরা ইসলাম রুনা বলেন, “আমি ভালো কাজ করে দর্শকদের মনে জায়গা করে নিতে চাই। এমন কিছু কাজ করতে চাই, যা দর্শক আমাকে আজীবন মনে রাখবে। দেশবাসীর ভালোবাসা ও দোয়া পেলে আমি একজন দক্ষ অভিনয়শিল্পী হয়ে আমার স্বপ্ন পূরণ করতে পারব।”
মিডিয়াতে নিজের কাজের মাধ্যমে সর্বস্তরের মানুষের কাছে পরিচিত হতে চান সামিরা। তিনি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন, যেন তার সামনের পথ সহজ হয় এবং তিনি আরও ভালো কাজ উপহার দিতে পারেন।