প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্যরা বিগত ১৫ বছরে নাগরিকদের সঙ্গে যেভাবে আচরণ করেছেন, সেই ধারা থেকে বেরিয়ে আসার জন্য নতুন করে প্রশিক্ষণ নিচ্ছেন বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী।
বুধবার (৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, “বিগত ১৫ বছরে পুলিশ সদস্যরা যেভাবে কাজ করেছে, তা থেকে বের হতে সময় লাগবে। প্রতিটি কর্মকর্তার বিশেষ প্রশিক্ষণ প্রয়োজন। আমরা সবাইকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করছি।”
তিনি আরও বলেন, “ডিএমপির ৪০ হাজার সদস্যকে এক মুহূর্তে বদলে ফেলা সম্ভব নয়। তবে আমরা প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছি। কোথায় এবং কতটুকু বলপ্রয়োগ প্রয়োজন, সে বিষয়ে দৃষ্টি রাখা হচ্ছে। এর প্রমাণ ইতোমধ্যে নাগরিকরা পেয়েছেন। ঢাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করা আমাদের পবিত্র দায়িত্ব, এবং সেই লক্ষ্যেই কাজ করছি।”
কমিশনার বলেন, “গত বছর ৫ আগস্টের ঘটনার পর পুলিশ সদস্যদের মনোবল কিছুটা ভেঙে পড়েছিল। এর ফলে তাৎক্ষণিক কিছু সমস্যা দেখা দেয়, যার মধ্যে চুরি, ছিনতাই এবং ডাকাতি বেড়ে যাওয়া অন্যতম। তবে, গত পাঁচ মাসে আমরা ওইসব অপরাধ অনেকটাই নিয়ন্ত্রণে এনেছি। পুলিশ ছাড়া একটি সমাজ কেমন হতে পারে, সেটি আমরা তখন দেখেছি।”
কমিশনার আরও উল্লেখ করেন, “পুলিশের মানসিকতা ও কার্যক্রমে পরিবর্তন আনার জন্য আমরা কাজ করছি। ঢাকাবাসীর সেবায় আমাদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।”