প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৫
সারাদিন ডেস্ক
ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ সম্প্রতি বাড়ানো হয়েছে। আজ বুধবার (৮ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর প্রকাশ করেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেন এবং ভারতে আশ্রয় নেন। ভিসার মেয়াদ সম্প্রসারণের সুনির্দিষ্ট সময় উল্লেখ না থাকলেও দিল্লির ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (FRRO) তার অবস্থানের অনুমতির মেয়াদ আরও বাড়িয়েছে।
ভারতীয় কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করলেও এ বিষয়ে কোনো বিস্তারিত তথ্য বা মন্তব্য প্রকাশ করেনি। জানা গেছে, ভিসার মেয়াদ বৃদ্ধির এই সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনে কার্যকর হয়েছে।
ভারতীয় কূটনৈতিক সূত্র জানিয়েছে, শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে তার অবস্থান সহজতর করতে। তবে তাকে শরণার্থী হিসেবে আশ্রয় দেওয়া হয়েছে এমন গুজব নাকচ করেছে দেশটির কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, ভারতে শরণার্থী বা আশ্রয় দেওয়ার নির্দিষ্ট কোনো আইন নেই।
এদিকে, মাত্র একদিন আগেই বাংলাদেশ সরকার শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে। বাংলাদেশ সরকারের মুখপাত্র আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়েছে।
উল্লেখ্য, শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে গণহত্যার অভিযোগ রয়েছে। এ বিষয়ে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় বইছে। ভারত এ বিষয়ে কী পদক্ষেপ নেয়, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
হিন্দুস্তান টাইমস আরও জানিয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এমন উদ্যোগকে শেখ হাসিনার প্রত্যর্পণে নয়াদিল্লির ওপর চাপ বৃদ্ধির প্রয়াস হিসেবে দেখা হচ্ছে।
এর আগে, শেখ হাসিনা ভারতে আসার কয়েকদিন পর আলোচনা ওঠে তার ভিসা প্রত্যাহার করা হয়েছে এবং তিনি ভারতে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। তবে এমন খবর উড়িয়ে দেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। গত বছরের ৯ আগস্ট এএনআইকে তিনি বলেন, “কেউ তার ভিসা বাতিল করেনি। তিনি কোথাও রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেননি। এগুলি সব গুজব”