প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
দেশজুড়ে আবারও শীতের তীব্রতা বাড়তে চলেছে। বুধবার (৮ জানুয়ারি) থেকে সারাদেশে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহ শুরু হতে পারে, যা এক সপ্তাহ ধরে স্থায়ী থাকতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এটি চলতি শীত মৌসুমের সবচেয়ে দীর্ঘস্থায়ী শৈত্যপ্রবাহ হতে পারে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। রাজধানী ঢাকাতেও আগামী পাঁচ থেকে ছয় দিনের মধ্যে তাপমাত্রা উল্লেখযোগ্য হারে কমবে। ঘন কুয়াশার কারণে দিনের বেলায় সূর্যের দেখা না মেলার সম্ভাবনা রয়েছে, যা শীতের তীব্রতা আরও বাড়িয়ে দেবে।
মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, উত্তর-পশ্চিম ভারতের হিমালয় থেকে আসা ঠান্ডা বাতাস বাংলাদেশে প্রবেশ করতে শুরু করেছে। বুধবার সকাল থেকে এই হিমেল বাতাসের প্রবাহ দেশের উত্তরাঞ্চল, বিশেষ করে রংপুর, রাজশাহী, এবং খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যেতে পারে। যশোর, চুয়াডাঙ্গা, এবং কুষ্টিয়ায় শীতের দাপট বেশি থাকবে বলে ধারণা করা হচ্ছে।
সিলেট বিভাগেও শীতের তীব্রতা বাড়বে।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, ১৪ জানুয়ারি পর্যন্ত এই শৈত্যপ্রবাহ স্থায়ী হতে পারে। ঘন কুয়াশা এবং তীব্র শীতের কারণে বিশেষত শিশু ও বয়স্কদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
এ ধরনের শৈত্যপ্রবাহে জনস্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের উষ্ণ পোশাক পরিধান ও পর্যাপ্ত সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।