প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ কখনও গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল ছিল না।
সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মিরপুরে মনিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে মিরপুর পূর্ব থানা জামায়াতে ইসলামী আয়োজিত সুধী সমাবেশ ও আত্মকর্মসংস্থান সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। তাদের শাসনে রাষ্ট্রের অর্থনৈতিক ও সামাজিক প্রতিটি সেক্টর ধ্বংসপ্রাপ্ত হয়েছে। জনগণ তাদের দুঃশাসন আর দেখতে চায় না।’
জামায়াত আমির অভিযোগ করেন, ‘ছাত্র আন্দোলনের যৌক্তিক দাবি উপেক্ষা করে তারা হাজারো মানুষ হত্যা করেছে। নারী, শিশু ও বৃদ্ধরাও তাদের নির্মমতার হাত থেকে রেহাই পায়নি।’
তিনি আরও বলেন, আওয়ামী অপশাসন-দুঃশাসনে রাষ্ট্রের সব সেক্টর ধ্বংস করা হয়েছে। তারা ব্যাংক-বীমাসহ অর্থনৈতিক সব প্রতিষ্ঠান ও রাষ্ট্রের অঙ্গ প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে। মূলত তারা জনগণের ভাগ্যের পরিবর্তনের কথা বলে নিজেদের ভাগ্যের পরিবর্তন করে নিয়েছেন। জনগণ তাদের এমন অপশাসন ও দুঃশাসনে ফিরতে চায় না।
তিনি দেশব্যাপী ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে “ফ্যাসিবাদী অপশাসন” প্রতিহত করার আহ্বান জানান।