প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৫
সারাদিন ডেস্ক
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুল্যান্স ঢাকায় এসে পৌঁছেছে।
সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারবাস এ-৩১৯ মডেলের দ্রুতগামী এয়ার অ্যাম্বুল্যান্সটি অবতরণ করে। বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিমানবন্দরে উপস্থিত থেকে এয়ার অ্যাম্বুল্যান্সকে স্বাগত জানান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী।
কাতারের আমিরের পাঠানো এই বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সটিকে একটি ভাসমান হাসপাতাল বলা যেতে পারে। এতে রয়েছে আইসিইউ সুবিধাসহ ভেন্টিলেটর, ডিফিব্রিলেটর, ইনফিউশন পাম্প এবং অন্যান্য জরুরি চিকিৎসা সরঞ্জাম। বিমানে দক্ষ চিকিৎসক ও নার্সদের একটি দল সার্বক্ষণিক প্রস্তুত থাকে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, সব কিছু ঠিক থাকলে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টায় এ বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সে করে বিদেশে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ত্যাগ করবেন বেগম খালেদা জিয়া।
এয়ার অ্যাম্বুল্যান্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে রোগী এবং তার পরিবারের সদস্যদের জন্য পৃথক ব্যবস্থা রাখা সম্ভব হয়। এটি স্বয়ংসম্পূর্ণ এবং দীর্ঘ যাত্রার সময় রোগীর সব চাহিদা পূরণে সক্ষম।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এয়ার অ্যাম্বুল্যান্সের এই সেবা রোগীর সুস্থতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।