প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৫
সারাদিন ডেস্ক
অ্যাপলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, গ্রাহকদের অনুমতি ছাড়া তাদের কথাবার্তা শোনার জন্য কিছু ডিভাইসে সিরি ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করা হয়েছে। এই অভিযোগে অ্যাপলকে ৯৫ মিলিয়ন ডলার জরিমানা দিতে সম্মত হয়েছে, যা আদালতে একটি মামলার নিষ্পত্তির জন্য প্রদান করা হবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, অভিযোগে বলা হয়েছে যে, ভয়েস রেকর্ডিংগুলি বিজ্ঞাপন দাতাদের সাথে শেয়ার করা হয়েছিল।
এখন পর্যন্ত অ্যাপল এই বিষয়ে কোন মন্তব্য করেনি, তবে কোম্পানির সাথে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। উত্তর ক্যালিফোর্নিয়ার আদালতে আগামী ১৪ ফেব্রুয়ারি মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।