প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৫
সারাদিন ডেস্ক
শুক্রবার (৩ জানুয়ারি) শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালকে ২০ রানে হারিয়ে চলতি বিপিএলে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে খুলনা টাইগার্স। এর আগে প্রথম ম্যাচে চিটাগং কিংসকে ৩৭ রানে হারিয়েছিল মেহেদী হাসান মিরাজের দল। অন্যদিকে, ঢাকা ক্যাপিটালসের জন্য এটি মৌসুমের টানা তৃতীয় হার।
টস হেরে ব্যাট করতে নেমে খুলনা টাইগার্সের দুই ওপেনার মোহাম্মদ নাইম শেখ এবং উইলিয়াম বসিস্টো দারুণ শুরু করেন। ৪৯ রানের জুটি গড়েন তারা। ১৭ বলে ৩০ রান করে নাইম আউট হলে জুটি ভাঙে এবং এরপর ব্যাটিং লাইনআপ কিছুটা ভেঙে পড়ে।
খুলনার ইনিংসে বসিস্টো একপ্রান্ত আগলে রাখলেও অপরপ্রান্তে আফিফ হোসেন (১), ইব্রাহিম জাদরান (০), মেহেদী হাসান মিরাজ (৮) এবং মোহাম্মদ নওয়াজ (৫) দ্রুত সাজঘরে ফেরেন। বসিস্টো নিজেও ২৮ বলে ২৬ রান করে আউট হন।
দলকে ভালো অবস্থানে নিয়ে যেতে সপ্তম উইকেটে ৪৩ রানের জুটি গড়েন মাহিদুল হাসান অংকন ও জিয়াউর রহমান। ১৫ বলে ২২ রান করেন জিয়াউর।
শেষ দিকে ৮ বলে ২১ রানের ঝোড়ো ইনিংস খেলে খুলনাকে ১৭৩ রানে পৌঁছাতে সাহায্য করেন আবু হায়দার। নাসুম আহমেদ অপরাজিত থাকেন ৪ বলে ৯ রানে।
ঢাকার জবাব
জবাব দিতে নেমে ৪১ রানে ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ঢাকা ক্যাপিটালস। ঢাকার টপ অর্ডার একে একে ফিরে যান—লিটন দাস (২), স্টিফেন এসকিনাজি (০), শাহাদাত হোসেন দিপু (৩), শুভহাম রঞ্জন (৬), এবং আলাউদ্দিন বাবু (০)।
তবে একপ্রান্ত আগলে রেখে দলকে লড়াইয়ে রাখার চেষ্টা করেন অধিনায়ক থিসারা পেরেরা। চতুরাঙ্গা ডি সিলভাকে নিয়ে ইনিংস সামলানোর পাশাপাশি চার-ছক্কার ঝড় তোলেন। ইনিংসের শেষ বলে চার মেরে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন পেরেরা।
লঙ্কান এই মারকুটে ব্যাটার ৬০ বলে ১০৩ রানের অনবদ্য ইনিংস খেলেন, যা চলতি বিপিএলে দ্বিতীয় সেঞ্চুরি। তবে তার এই লড়াকু ইনিংস দলকে জয় এনে দিতে ব্যর্থ হয়। অপরপ্রান্তে ডি সিলভা ২০ বলে ১১ রানে অপরাজিত থাকেন।
ঢাকা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৩ রান করতে সক্ষম হয়। ফলে ২০ রানে ম্যাচ জিতে নেয় খুলনা টাইগার্স।
খুলনার এই জয় তাদের টানা দ্বিতীয় জয়, যা তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে। অন্যদিকে, ঢাকা ক্যাপিটালসের টানা তৃতীয় হার তাদের অবস্থান আরও কঠিন করে তুলেছে।