Print

সারাদিন

২৪ ঘণ্টায় ইসরায়েলের ৩৪ বিমান হামলা, নিহত ৭১ বেসামরিক ফিলিস্তিনি

প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৫

সারাদিন ডেস্ক

অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় দখলদার ইসরায়েল অন্তত ৩৪ বার বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার মিডিয়া অফিস। এই হামলাগুলোকে তারা ‘ভয়াবহ অপরাধ’ হিসেবে উল্লেখ করেছে।

নিহতদের মধ্যে রয়েছেন সাংবাদিক ওমর আল-দিরাউই, যিনি মধ্য গাজার আজ-জাওয়াইদা এলাকায় নিজ বাড়িতে ইসরায়েলি হামলায় প্রাণ হারান। তিনি গত ২৪ ঘণ্টায় গাজায় নিহত দ্বিতীয় সাংবাদিক।

গাজার খান ইউনুসের কাছে তথাকথিত ‘মানবিক অঞ্চল’ আল-মাওয়াসিতে ইসরায়েলি বাহিনীর হামলায় পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। ইউনিসেফ জানিয়েছে, নিহতদের বয়স ছিল সাত থেকে ১৩ বছরের মধ্যে।

এক বিবৃতিতে ইউনিসেফ বলেছে, “শিশুদের জন্য এখন আর কোনো জায়গাই নিরাপদ নয়—বোমা, ঠান্ডা, রোগ বা ক্ষুধা থেকে। এই ধ্বংসযজ্ঞ অবশ্যই বন্ধ করতে হবে।”

দীর্ঘ প্রতীক্ষার পর জাতিসংঘ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি দল উত্তর গাজায় প্রবেশ করেছে। তারা বিধ্বস্ত হাসপাতাল এবং পানি, খাদ্য ও স্যানিটেশনের অভাবে ভোগা হাজারও মানুষের দুর্দশা প্রত্যক্ষ করেছে।

জাতিসংঘের দলটি জানিয়েছে, “গাজার মানবিক পরিস্থিতি ক্রমেই অবনতি ঘটছে। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।”

Nagad
Nagad

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের বর্বরোচিত হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার ৫৮১ জনে। এদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন এক লাখেরও বেশি মানুষ। ধ্বংস হয়েছে হাসপাতালসহ বেশিরভাগ অবকাঠামো।

তীব্র শীতে গাজার লাখ লাখ মানুষ খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। সূত্র: আল-জাজিরা