প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে ভোটারের বয়স ১৭ নির্ধারণের প্রস্তাব প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ‘ব্যক্তিগত মতামত’ হিসেবে বিবেচনা করছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২ জানুয়ারি) নির্বাচন কমিশনের ব্রিফিংয়ে কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “ভোটারের বয়স ১৭ বছর করার বিষয়ে প্রধান উপদেষ্টা তার ব্যক্তিগত মতামত দিয়েছেন। আমরা সেটি শুনেছি এবং এ বিষয়ে আলোচনা চলছে।” তবে, তিনি এও যোগ করেছেন যে, ভবিষ্যতে রাজনৈতিক মতৈক্য এবং সংবিধানে পরিবর্তন হলে নির্বাচন কমিশন সে অনুযায়ী ব্যবস্থা নেবে।
এদিকে, প্রধান উপদেষ্টার প্রস্তাবে বিএনপি আপত্তি জানিয়েছে, তবে জামায়াত এই প্রস্তাবকে সমর্থন করেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এতে আবার নতুন ভোটার তালিকা তৈরি করতে হবে, যা নির্বাচন কমিশনের কাজ, তাদের ওপর ছেড়ে দিন।” জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন, “যারা আমাদের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন, তাদের ভোটাধিকারের সুযোগ দেয়া উচিত।”
এ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেন, “১৭ বছর বয়সে ভোটার হওয়ার প্রস্তাবের জন্য সংবিধান সংশোধন প্রয়োজন। যদি এটি কার্যকর হয়, তবে কমিশন সে অনুযায়ী কাজ করবে।”