প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৫
জ্যেষ্ঠ প্রতিবেদক:
৪৩তম বিসিএসে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত ২২৭ জন প্রার্থীকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গোয়েন্দা সংস্থাগুলোর, বিশেষ করে এনএসআই এবং ডিজিএফআইয়ের প্রতিবেদনে বিরূপ মন্তব্য পাওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিযুক্ত শাখা এক বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, এসব প্রার্থীকে সাময়িকভাবে নিয়োগের জন্য অনুপযুক্ত হিসেবে বিবেচনা করা হয়েছে এবং তাদের ব্যাপারে আরও বিস্তারিত যাচাই-বাছাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ৩০ ডিসেম্বর স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জনসহ মোট ২৬৭ জন প্রার্থী বাদ পড়েন। বাদ পড়া এই ২২৭ জনের বিষয়েও গোপন তথ্য বিশ্লেষণ করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে তারা নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ পড়েন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বাদ পড়া প্রার্থীদের পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। প্রার্থীরা তাদের আবেদন জমা দিলে, সেই আবেদনের ভিত্তিতে পুনরায় সিদ্ধান্ত নেওয়া হবে।
এ ছাড়া, বাদ পড়া প্রার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় এই ব্যাখ্যা প্রদান করেছে।