প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৫
সারাদিন ডেস্ক
আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন এবং দুর্নীতি রাজনৈতিক তর্ক-বিতর্কের আড়ালে চাপা পড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনৈতিক বিতর্কের ভিড়ে আওয়ামী লীগের চুরি, দুর্নীতি, লুটপাট চাপা পড়ে যাচ্ছে। তারা একধরনের সুবিধা পাচ্ছে। আমাদের এটা বারবার বলা দরকার, যাতে মানুষ ভুলে না যায়।।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিদ্যুৎ খাতের দুর্নীতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। লিখিত বক্তব্য উপস্থাপন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বিদ্যুৎ খাতে দুর্নীতি ও অব্যবস্থাপনার কড়া সমালোচনা করেন।
মির্জা ফখরুল বলেন, ‘রাজনৈতিক বিতর্কের ভিড়ে আওয়ামী লীগের চুরি, দুর্নীতি, লুটপাট চাপা পড়ে যাচ্ছে। তারা একধরনের সুবিধা পাচ্ছে। আমাদের এটা বারবার বলা দরকার, যাতে মানুষ ভুলে না যায়।’
তিনি আরও বলেন, ‘বিদ্যুৎ খাতের দুর্নীতির বিষয়ে বিএনপি পুরো বিষয়টি পর্যালোচনা করবে এবং পরবর্তী সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’
সংবাদ সম্মেলনে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘বিদ্যুৎ খাতে ম্যাজিক দেখানোর নামে আওয়ামী লীগ জনগণকে সর্বস্বান্ত করেছে। দুর্নীতি হয়েছে খাতের প্রতিটি স্তরে। গত ১৫ বছরে বিদ্যুৎ খাতকে তারা ব্যবসার খাতে পরিণত করেছে, যার বোঝা এখন জনগণকে বহন করতে হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এই উন্নয়ন টেকসই নয়। বিদ্যুৎ খাত যেকোনো সময় মুখ থুবড়ে পড়তে পারে।’
বিদ্যুৎ সংক্রান্ত সব চুক্তি উন্মুক্ত করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও উপস্থিত ছিলেন।