প্রকাশিত: ৭:২০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
নির্বাচন কমিশন (ইসি) বিভিন্ন স্তরের ৬২ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে। এর মধ্যে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাচন অফিসারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন।
বুধবার (১ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত পৃথক আটটি প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল হালিম খানকে এনআইডি পরিচালকের (অপারেশনস) দায়িত্ব দেওয়া হয়েছে। ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলামকে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে। একইসঙ্গে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এছাড়া নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক হিসেবে এবং ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব হিসেবে পদায়ন হয়েছেন।
এছাড়া রাঙামাটির সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরূল আলমকে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং রাজশাহীর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম প্রামানিককে ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে আরও আছেন নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী পরিচালক আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলাম, যাকে ইটিআইতে উপ-পরিচালক করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত নতুন দায়িত্ব গ্রহণ করবেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।