প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৪
নিজস্ব প্রতিবেদক:
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সীমান্ত রক্ষায় যেকোনো পরিস্থিতিতে বাংলাদেশ পিছপা হবে না।
তিনি বলেন, “ভারত যেমন হুংকার দিচ্ছে, আমরাও তেমন প্রতিহুংকার দিতে প্রস্তুত। সীমান্তে প্রতিপক্ষের সামনে পিঠ প্রদর্শন করা আমাদের নীতিতে নেই। তোমাদের দেওয়া নিরাপত্তাই দেশের মানুষের নির্বিঘ্ন ঘুম নিশ্চিত করবে।”
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) চট্টগ্রামে বিজিবির প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সীমান্ত পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মিয়ানমার সীমান্ত এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং কোনো উত্তেজনা নেই। তবে আরাকান আর্মি ও মিয়ানমার সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে।
এছাড়া, সীমান্ত হত্যাকাণ্ডের পেছনে দুই প্রান্তের খাসিয়া সম্প্রদায়কে দায়ী করে তিনি বলেন, বৈদেশিক সম্পর্ক বজায় রাখতে সরকার সজাগ আছে।
“সীমান্তের অতন্দ্র প্রহরী” হিসেবে বিজিবি দীর্ঘ ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষা এবং সম্পদের নিরাপত্তা সফলতার সঙ্গে বজায় রাখছে, যোগ করেন তিনি।