প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৪
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, বর্তমানে পুলিশের মনোবলে কোনো ঘাটতি নেই। তিনি বলেন, “আমাদের সদস্যদের মনোবল এখন শক্তিশালী। অতীতে যে ট্রমা অবস্থায় ছিলাম, তা কাটিয়ে উঠেছি। চার-পাঁচ মাসের নিরবচ্ছিন্ন প্রচেষ্টায় অফিসারদের মনোবল আগের অবস্থায় ফিরে এসেছে। বর্তমানে কোনো সমস্যা নেই।”
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নববর্ষ উদযাপন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি এসব কথা বলেন।
আতশবাজি ও পটকার ক্ষতিকর প্রভাব তুলে ধরে ডিএমপি কমিশনার বলেন, “নগরবাসীকে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। বাড়ির ছাদে এমন শব্দ করলে বয়স্ক কিংবা অসুস্থ মানুষদের কষ্ট হয়। হাসপাতালের কাছে এমন শব্দে মুমূর্ষু রোগীরা ক্ষতিগ্রস্ত হন। এটি ঠেকাতে শুধু পুলিশ বা পরিবেশ মন্ত্রণালয় যথেষ্ট নয়; নাগরিকদেরও সচেতন হতে হবে।”
তিনি আরও বলেন, “আপনার গাড়ির চালক যেন যত্রতত্র হর্ন না বাজান, এটি নিশ্চিত করা যাত্রীদের দায়িত্ব। পরিবেশ সংরক্ষণে আমরা সবাইকে দায়িত্বশীল হতে হবে।”
ডিএমপি কমিশনার জানান, নববর্ষে আতশবাজি, পটকা, রকেট বোমা, বা ক্লাস্টার বোমা ব্যবহারের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। এ অভিযানে এখন পর্যন্ত ১৭২ কেজি বিস্ফোরক উদ্ধার এবং পাঁচটি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে।
তিনি আরও জানান, ঢাকা মহানগরে আতশবাজি বা পটকা ফোটানো ভবিষ্যতে একটি নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ রাখতে উদ্যোগ নেওয়া হবে। তিনি উদাহরণ হিসেবে সিডনি শহরের নববর্ষ উদযাপনের কথা উল্লেখ করেন, যেখানে এসব আয়োজন নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ থাকে।
ডিএমপি ও পরিবেশ অধিদপ্তর সারাদিন-রাত কাজ করবে বলে তিনি উল্লেখ করেন। নববর্ষ উদযাপনে ঢাকাবাসীর সহযোগিতা কামনা করেন ডিএমপি কমিশনার।