প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৪
নিজস্ব প্রতিবেদক:
শহীদ মিনারে শিক্ষার্থীদের কর্মসূচিকে কেন্দ্র করে যানবাহন চলাচল ও পার্কিং বিষয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের এই তথ্য জানান।
ডিএমপির নির্দেশনা অনুযায়ী:
১. গাবতলী হয়ে ঢাকায় প্রবেশ করা যানবাহনগুলো মানিক মিয়া এভিনিউ এবং আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলা মাঠে পার্কিং করবে।
২. সায়েদাবাদ ও যাত্রাবাড়ী দিয়ে ঢুকা যানবাহনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ ও ক্যাম্পাস এলাকায় পার্কিং করতে পারবে।
৩. আব্দুল্লাহপুর দিয়ে প্রবেশ করা যানবাহনগুলো ৩০০ ফিট এলাকায় পার্কিং করবে।
৪. ঢাকা মহানগরের যানজটমুক্ত পরিবেশ বজায় রাখতে এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে ডিএমপি সকলের সহযোগিতা কামনা করেছে।