প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৪
তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
দেশের আইটি প্রতিষ্ঠান ড্যাফোডিল কম্পিউটার্স লি: এর ২৭তম বার্ষিক সাধারণ সভা ২৯ ডিসেম্বর, ২০২৪ তারিখে হাইব্রিড প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ড্যাফোডিল কম্পিউটার্স লি: এর চেয়ারপারসন শাহানা খান এবং ২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন ব্যবস্থাপনা পরিচালক।
এছাড়া, সভায় ড্যাফোডিল কম্পিউটার্স লি: এর ডাইরেক্টর, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর এবং কোম্পানী সেক্রেটারি ছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার সরাসরি এবং অনলাইনে অংশগ্রহণ করেন।
শেয়ারহোল্ডাররা ৫% ক্যাশ ডিভিডেন্ড সহ ২০২৩-২০২৪ অর্থবছরের হিসাব অনুমোদন করেন এবং ঋণের পরিবর্তে শেয়ার ইস্যু বিষয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে এভারেজ রেট বা ন্যূনতম ৪০ টাকায় শেয়ার ইস্যুর জন্য আবেদন করতে প্রস্তাব করেন। এছাড়া, ড্যাফোডিল কম্পিউটার্স লি: কে ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসিতে রূপান্তরের অনুমতি দেওয়া হয়।
সভায় আগামী অর্থবছরে আরও ভালো ব্যবসা করার আশা প্রকাশ করে সভা সমাপ্ত ঘোষণা করা হয়।