প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৪
শেরপুর সংবাদদাতা:
শেরপুরে রিফাত পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ ৬ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই সিএনজির যাত্রী।
রবিবার (২৯ ডিসেম্বর) সকালে শেরপুরের ঘাটশালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
স্থানীয় ও ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, শেরপুরের দিকে যাচ্ছিল সিএনজিচালিত অটোরিকশাটি। বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা ঢাকাগামী রিফাত পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে সিএনজির চালকসহ ছয়জন ঘটনাস্থলেই প্রাণ হারান।
নিহতদের মধ্যে তিনজন নারী এবং তিনজন পুরুষ রয়েছেন। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে পাঠিয়েছে।
এদিকে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। পুলিশ দুর্ঘটনার কারণ তদন্তে কাজ শুরু করেছে।