প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৪
সারাদিন ডেস্ক
ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (২৭ ডিসেম্বর) এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা মনমোহন সিংকে একজন বিনয়ী, দূরদর্শী নেতা ও রাষ্ট্রনায়ক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ভারতের জনগণের কল্যাণে তার অবিচল প্রতিশ্রুতি এবং অর্থনৈতিক রূপান্তরের ক্ষেত্রে তার অসামান্য অবদান স্মরণীয়।
শোকবার্তায় তিনি আরও বলেন, মনমোহন সিং বাংলাদেশ-ভারত বন্ধুত্বকে আরও দৃঢ় করতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করার ক্ষেত্রে তার দৃষ্টিভঙ্গি ও প্রতিশ্রুতি অনুপ্রেরণাদায়ক।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় রাত ৯টা ৫১ মিনিটে মৃত্যুবরণ করেন ড. মনমোহন সিং।