প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৪
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কারওয়ান বাজার বসুন্ধরা শপিং মল এলাকার ফুটপাতের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা না পেয়ে দুর্বৃত্তরা গুলি, ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। বুধবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।
তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. আকরাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রাথমিক তদন্ত শুরু করে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, কয়েক দিন আগে এক ব্যক্তি এসে ব্যবসায়ীদের বলেন যে, কেউ চাঁদা চাইলে তাকে জানাতে। তবে, পরদিন সেই ব্যক্তিই নিজেকে ‘দাদা’ পরিচয় দিয়ে চাঁদা দাবি করেন। ব্যবসায়ীরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রাতেই এলোপাতাড়ি গুলি ছোড়া হয় এবং পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়।
পেট্রোল বোমার আঘাতে কয়েকটি দোকানের মালামাল পুড়ে গেছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। এছাড়া হামলার সময় কিছু দোকানের মালামাল লুট করার ঘটনাও ঘটেছে।
এ ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা জানিয়েছেন, ঘটনার পর একটি বিদেশি নাম্বার থেকে ফোনে হুমকি দেওয়া হয়। ফোনের অপর প্রান্ত থেকে ‘দাদা’ পরিচয় দিয়ে চাঁদা না দিলে আরও বড় ধরনের হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।